বান্দরবানে সনাতন হিন্দু ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুুষ্ঠিত হয়েছে।
রোববার(১৪ই সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুুষ্ঠিত হয়।
বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি’র সভাপতিত্বে সভায় জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনঞ্জুরুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান, শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গোৎসব উদযাপন পরিষদ, বান্দরবান-এর সভাপতি বিপ্লব কান্তি দাশ রাজেশ্বর ও সাধারণ সম্পাদক সবুজ দত্ত বাচ্চু সহ জেলার ৭টি উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ এবং দুর্গোৎসব উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার জানান, বান্দরবানে এবারের শারদীয় দুর্গাপূজা সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। এছাড়াও প্রতিটি পূজামন্ডপে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
আরো পড়ুন
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ‘তারুণ্যের উৎসব