1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন

রোয়াংছড়িতে টমটম চালককে খুন করে খালে ফেলার অভিযোগ

উমংনু মারমা, নিজস্ব সংবাদদাতা।
  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

 

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় অমন্ত সেন তঞ্চঙ্গ্যা (৩৬) নামে এক টমটম চালককে খুন করে খালে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলের আলামত দেখে এমন ধারণা করেছেন। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত নয়।

নিহত অমন্ত সেন তঞ্চঙ্গ্যা রোয়াংছড়ি উপজেলার ৩নং আলেক্ষ্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ড নাটিংঝিড়ি পাড়ার মৃত ধল্যা তঞ্চঙ্গ্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে রোয়াংছড়ি বাসটার্মিনাল থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে খুন করে তারাছা খালে ফেলে দেয় বলে ধারণা করা হচ্ছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার লাশ উদ্ধার সম্ভব হয়নি।

নিখোঁজের মা আইল্যাবি তঞ্চঙ্গ্যা জানান, গতকাল রাতে আঁধারে সাড়ে ১১টার দিকে আমার ছেলে রোয়াংছড়ি বাজার থেকে ফেরার পথে কে বা কারা ভারী লাঠির আঘাতে হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছে। আজ সোমবার সকালে আমার ছেলেকে খুঁজতে এসে দেখি রাস্তায় রক্ত পড়ে আছে ও সেখানে ধস্তাধস্তির চিহ্ন দেখা যাচ্ছে। আমার ছেলেকে হত্যার পর মৃত্যু নিশ্চিত করে নদীতে ভাসিয়ে দেয় বলে অভিযোগ করেন মা আইল্যাবি তঞ্চঙ্গ্যা।

এ বিষয়ে রোয়াংছড়ি থানার এসআই শুভ্র মুকুল জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়েছি। সেখানে প্রচুর রক্ত পাওয়া গেছে।

রাস্তায় মারধরের পর নদীর ধারে বালুচরে টেনে নেওয়ার চিহ্নও পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা বাঁশের টুকরা ও কাঠের টুকরা উদ্ধার করা হয়েছে। লাশ না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

 

আরো পড়ুন

 

লামায় ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে জুতার মালা পরিয়ে থানায় সোপর্দ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট