1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস পালন,পর্যটন খাতের উন্নয়নে সমন্বয়ের উদ্যোগ নিচ্ছে জেলা প্রশাসন 

মোহাম্মদ শহীদুল ইসলাম, নিউজ ডেস্ক।
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

 

অনিন্দ্য প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পাহাড় কণ্যা বান্দরবানে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস।দিবসটি উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসনের বাস্তবায়নে শনিবার(২৭শে সেপ্টেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলার মেঘলা পর্যটন কেন্দ্রে সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ অভিযান পরিচালনা করা হয়।

সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পর্যটন কেন্দ্রের চারপাশ হতে পরিবেশ ধংশকারী প্লাস্টিকের বোতল,পলেথিন সহ অন্যান্ন সামগ্রী পরিস্কার করেন।

এসময় জেলা প্রশাসক শামিম আরা রিনি জানান জেলার পর্যটন শীল্পের বিকাশ ও সুন্দর ভাবে পরিচালনার জন্য আমার ২টি সেমিনারের আয়োজন করেছি একটি আগামী ২৯শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

পর্যটন শীল্পের বিকাশে জেলার সকল হোটেল মোটেল রিসোর্টের মালিক,পরিবহন সেক্টর,আইনশৃঙ্খলা সংস্থা ও সংশ্লিষ্ট স্টেক হোলডারদের নিয়ে আলোচনার মাধ্যমে এই সেক্টরে উন্নয়নে আরো কি পদক্ষেপ গ্রহন করা যায় সেমিনারের মাধ্যমে আমারা তা আলোচনা করে জেলার পর্যটন শীল্পের বিকাশে কাজ করবো।

এর আগে দিবসটি উপলক্ষে শনিবার(২৭শে সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হতে র‍্যালী অনুষ্ঠিত হয়ে জেলা শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।র‍্যালীতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা এবং স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি,জেলা ট্যুরিস্ট পুলিশ সুপার,মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী,অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা,মারুফা সুলতানা খান হীরামনি,প্রেস ক্লাবের সভাপতি, আমিনুল ইসলাম বাচ্চু সহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা,প্রতিনিধি বৃন্দ এসময় র‍্যালীতে অংশগ্রহণ করেন।

এদিকে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা শহরের আবাসিক হোটেল ও মোটেলে আগত পর্যটকদের জন্য এবারো ২০ থেকে ৪০% পর্যন্ত ছাড়ের ব্যাবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন বান্দরবান হোটেল মোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দীন,তিনি জানান,বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত জেলায় আগত পর্যটকদের বিভিন্ন ছাড়ের ব্যাবস্থা রেখেছে জেলার আবাসিক হোটেল গুলোতে।

 

আরো পড়ুন

 

 

বান্দরবানে ফ্রি ল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে পরীক্ষার্থী ২ শতাধিক

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট