বান্দরবান লামা-আলীকদম-চকরিয়া সড়কের কুমারী ব্রিজ এলাকায় ভয়াবহ গণ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হঠাৎ করে একদল ডাকাত সড়কে ব্যারিকেড দিয়ে প্রায় ২০-২৫টি গাড়ি থামিয়ে দেয়। এসময় যাত্রীদের উপর হামলা চালিয়ে তাদের মোবাইল ফোন, স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।
ভুক্তভোগী যাত্রীরা অভিযোগ করেন, ডাকাতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার পর দীর্ঘ সময় পেরিয়ে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায়।
এতে সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন,“কুমারী ব্রিজ এলাকায় ডাকাতির ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ভুক্তভোগীদের কাছ থেকে লিখিত অভিযোগ গ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যে আমরা অভিযান শুরু করেছি এবং দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। সড়কে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল আরও জোরদার করা হয়েছে
এ ঘটনায় স্থানীয়রা দ্রুত নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
আরো পড়ুন