1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান প্রদান

মোহাম্মদ শহীদুল ইসলাম,নিউজ ডেস্ক।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

 

প্রবারণা পূর্ণিমা  উৎসব একটি ঐতিহ্যবাহী ধর্মীয় ও সামাজিক উৎসব, যেখানে আমরা চাই সবাই আনন্দে অংশগ্রহণ করুক।

বৃহস্পতিবার  (২ই অক্টোবর ) দুপুরে  বান্দরবান সেনা জোনের মাল্টিপারপাস শেডে,বান্দরবানে সেনা জোনের উদ্যোগে বৌদ্ধ ধর্মাবলম্বীদের  অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব ( প্রবারণা পূর্ণিমা)   উপলক্ষে গরীব ও দুস্থ পরিবার,বৌদ্ধবিহার ও বৌদ্ধ ধর্মাবলম্বী সংগঠনের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই বলেন,বান্দরবান সেনা জোনের  জোন  উপ-অধিনায়ক মেজর , নাফিউ সিদ্দিকী রোমান, পিএসসি।

এসময় তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিরাপত্তার পাশাপাশি সেনাবাহিনী জনসেবা ও মানবিক সহায়তায় সবসময় আন্তরিকভাবে নিয়োজিত। প্রবারণা পূর্ণিমা  উৎসব একটি ঐতিহ্যবাহী ধর্মীয় ও সামাজিক উৎসব, যেখানে আমরা চাই সবাই আনন্দে অংশগ্রহণ করুক। এই উদ্যোগ তারই একটি অংশ।

এ বছর সর্বমোট ব্যাক্তি পর্যায়ে ২৭ জন , ৮ টি বৌদ্ধ বিহার  এবং ১০ টি সংগঠনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করা হয় সেনা জোনের পক্ষ হতে।

অনুষ্ঠানে সেনা জোনের,জোনাল স্টাফ অফিসারবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত সুবিধাভোগী উপস্থিত ছিলেন।

 

আরো পড়ুন

 

বান্দরবা‌নে নবাগত ও বিদায়ী জোন কমান্ডা‌রের সা‌থে সাংবা‌দিক‌দের মত‌বি‌নিময়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট