1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন

বিলাইছড়িতে কড়া নিরাপত্তায় সম্পন্ন হলো শারদীয় দুর্গা পূজা বিসর্জন

মোজাফফর আহমেদ, বিলাইছড়ি,রাঙ্গামাটি।
  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

​রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজার বিজয় দশমীর কার্যক্রম সম্পন্ন হয়েছে। একটি মাত্র পূজা মণ্ডপে কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জনের মাধ্যমে এ বছরের উৎসবের সমাপ্তি ঘটে।

​বৃহস্পিবার (২ অক্টোবর ২০২৫) দুপুর ২টায় পূজা মণ্ডপে বিজয় দশমীর আনুষ্ঠানিকতা শেষ হয়। এরপর ৩২ জন বীর সেনাসদস্যের টহল, বিলাইছড়ি থানা পুলিশ এবং আনসার সদস্যদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জনের যাত্রা শুরু হয়।

​পূজারীসহ দুর্গাপ্রতিমা একটি ইঞ্জিনচালিত বোটে করে বিলাইছড়ি বাজারস্থ পল্টন ঘাট থেকে রাইংখ্যং নদীতে নামানো হয়। এরপর বোটটি নদীপথে দীঘলছড়ি ও কেংড়াছড়ি এলাকা প্রদক্ষিণ করে। এই নদী প্রদক্ষিণের মধ্য দিয়ে দেবী দুর্গার প্রতি ভক্তদের শেষ শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ পায়।

​পরে, বিকাল ৫টায়  কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রতিমাটি শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দির ঘাট সংলগ্ন রাইংখ্যং নদীতে বিসর্জন দেওয়া হয়। এর মধ্য দিয়েই এ বছরের শারদীয় দুর্গাপূজা বিসর্জনের সকল কার্যক্রম শেষ হয়। বিলাইছড়ি উপজেলায় অত্যন্ত শান্তিশৃঙ্খলা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পুরো উৎসবটি পালিত হয়েছে।

 

আরো পড়ুন

 

লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট