1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন

টাইফয়েড টিকা গ্রহণে কোন পার্শ্ব প্রতিক্রিয়া,ঝুঁকি নেই- বান্দরবান সিভিল সার্জন

মোহাম্মদ শহীদুল ইসলাম, নিউজ ডেস্ক।
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

 

বান্দরবানে আগামী ১২ অক্টোবর থেকে সরকারি ভাবে জেলায় ১ লক্ষ ২১ হাজার শিশুকে টাইফয়েডের টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করবে জেলা স্বাস্থ্য বিভাগ টিকা কার্যক্রম সম্পন্ন করতে এরই মধ্যে জেলায় ৬৫ শতাংশ শিশুর অনলাইনে টিকার রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন তাদের অভিভাবকরা।

মঙ্গলবার (৭ই অক্টোবর) সকালে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে,শিশু কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে টাইফয়েড টিকাদান বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের কাছে এই তথ্য জানান,অনুষ্ঠানের প্রধান অতিথি,জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী।

এসময় তিনি আরো জানান, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেনী পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামুল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে।

এ টিকা শিশুদের ৫ থেকে ৭ বছর পর্যন্ত নিরাপদে রাখবে। তিনি বলেন, এ টিকা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলায় ৩শ ৮৪টি টিকা প্রদান সেন্টার আছে। তাই যে যার নিকটস্থ সেন্টারে গিয়ে টিকা নিতে পারবে।

তিনি বলেন যদি টিকা প্রদান কার্যক্রমের আগে এই সময়ের মধ্যে, কোন কারনে শিশুর টিকাদান রেজিষ্ট্রেশন করতে না পারে তাহ‌লে সরাসরি নিজ নিজ টিকা কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে,এটা নিয়ে চিন্তার কোন কারন নেই।

টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচীর আওতায় দেশব্যাপী আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে এ টিকাদান ক্যাম্পেইন শুরু হবে এবং চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এর মধ্যে ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থায়ী টিকাদান কেন্দ্রে ও ১লা নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত গ্রাম অঞ্চলের কমিউনিটি ক্লিনিকে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

বান্দরবান জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে, টাইফয়েড টিকা প্রদানের উপর দিনব্যাপী কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ সেলিম উদ্দিন,গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) হৃদয় মাহমুদ চয়ন,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

 

আরো পড়ুন

 

পাহাড়ি চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর অবদান প্রশংসনীয়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট