1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন

Gen-Z Media Camp 2025 ধ্রুবতারার অংশগ্রহণ, তরুণদের সাংবাদিকতার সাহসী পাঠ

মোঃ আরিফ,নিজস্ব সংবাদদাতা,বান্দরবান।
  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

অধিকার, জলবায়ু পরিবর্তন, সমতা ও ন্যায়বিচারের পক্ষে তরুণদের উন্নয়নমুখী সাংবাদিকতায় সম্পৃক্ত করতে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হলো তিনদিনব্যাপী Gen-Z Media Camp 2025।

গত ৩জুলাই থেকে ৬ জুলাই এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ-এ আয়োজিত এই ক্যাম্পে দেশের ৩০ জেলার তরুণ সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ৩০ জন তরুণ অংশগ্রহণ করেন।

ক্যাম্প শেষে (সোমবার) ৭ জুলাই রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে উন্নয়নমুখী মিডিয়া প্ল্যাটফর্ম ‘লাল সবুজ প্রকাশ’।

বান্দরবান পার্বত্য জেলা  থেকে অংশগ্রহণের সুযোগ পান তিনজন তরুণ প্রতিনিধি  ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বান্দরবান জেলা সভাপতি,বর্ধন মারমা, সহকারী সাধারণ সম্পাদক রুনলে ম্রো  এবং সিনেমাটোগ্রাফার, গ্রীন মিলিও থোয়াইসিংনু মার্মা।

তারা জানান, এই আয়োজন শুধুমাত্র সাংবাদিকতা ও কনটেন্ট নির্মাণ শেখার সুযোগ নয়, বরং নিজেদের সম্প্রদায়ের অভিজ্ঞতা ও বাস্তবতা তুলে ধরার এক অনন্য প্ল্যাটফর্ম।

ক্যাম্পে অংশগ্রহণকারী তরুণদের অধিকারভিত্তিক সাংবাদিকতা, মানবিক গল্প বলার কৌশল, ডিজিটাল নিরাপত্তা, ফ্যাক্টচেকিং এবং নিউ মিডিয়া রিপোর্টিংসহ নানা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন দেশের খ্যাতিমান সাংবাদিক ও বিশেষজ্ঞরা।

উল্লেখযোগ্য প্রশিক্ষকদের মধ্যে ছিলেন, আব্দুল কাইয়ুম, হেড অব কমিউনিকেশন UNDP, ফারহানা সৈয়দ, উপ-পরিচালক, বাংলাদেশ মানবাধিকার কমিশন(BHRC),মো. ইয়ামিন, ফ্যাক্টচেক সম্পাদক, (AFP),সাবিরা নুপুর, হেড অব কমিউনিকেশন(IRC), রফিকুল মন্টু,  ইনস্টিটিউট অব ইনভেস্টিগেটিভ ফটোগ্রাফি (IIP)(DBC) নিউজ টিম, কন্টেন্ট পরিকল্পনা, ধারণ, স্ক্রিপ্টিং ও সম্পাদনার প্রশিক্ষণদাতা,মহসিনুল হাকিম, অভিজ্ঞ সাংবাদিক।

এই ক্যাম্পে মাঠপর্যায়ের সাংবাদিকতা থেকে শুরু করে ডিজিটাল মাধ্যমে গল্প বলার নানা দিক নিয়ে বাস্তবভিত্তিক অনুশীলনের সুযোগ পান অংশগ্রহণকারীরা।

৭ জুলাই উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য ছয়জন সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন; তিথি আজিম, রিপোর্টার, যমুনা টেলিভিশন, আখলাকুস সাফা, বিশেষ প্রতিনিধি, যমুনা টেলিভিশন,সাইদুর রশীদ ইভান, ভিডিও জার্নালিস্ট, যমুনা টেলিভিশন (চট্টগ্রাম), জুম্মাতুল বিদা, রিপোর্টার, চ্যানেল ২৪,তাসনিম মহসিন, বিশেষ প্রতিনিধি, দৈনিক সমকাল, জীবন আহমেদ, ফটো সাংবাদিক, দৈনিক মানবজমিন ও নেত্র নিউজ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারুক ওয়াসিফ, মহাপরিচালক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (PIB)। সভাপতিত্ব করেন শাহীন ইসলাম, উপদেষ্টা, লাল সবুজ সোসাইটি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খ্যাতনামা সাংবাদিক, মানবাধিকারকর্মী, জলবায়ু বিশেষজ্ঞ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা।

তরুণদের কণ্ঠস্বর হয়ে উঠতে চায় ‘লাল সবুজ প্রকাশ’কেবল সংবাদ পরিবেশনের মাধ্যমে নয়, বরং সমাজে ন্যায়বিচার, অধিকার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে চায়। প্ল্যাটফর্মটি তরুণদের সত্যনিষ্ঠ, মানবিক এবং দায়িত্বশীল সাংবাদিকতায় উৎসাহিত করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

 

আরো পড়ুন –সরকার ঘোষিত তারিখে নির্বাচন হবে – ধর্ম উপদেষ্টা,ডক্টর আ ফ ম খালিদ হোসেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট