1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

রোয়াংছড়িতে মাহাঃ প্রবারণা পূর্ণিমা উৎসব উদযাপন উপলক্ষে রথযাত্রা তৈরি প্রস্তুতি

উমংনু মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

 

 

বান্দরবানের রোয়াংছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব মাহাঃ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চলছে নানা প্রস্তুতি। উপজেলাজুড়ে বিভিন্ন বিহার ও পাড়ায় তরুণ-যুবকেরা ঐতিহ্যবাহী ফানুস তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন।

রোয়াংছড়ি কেন্দ্রীয় উৎসব উদযাপন পরিষদ আয়োজনে চারদিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—

০৬ অক্টোবর ২০২৫, সোমবার: সন্ধ্যা ৭টা থেকে ঐতিহ্যবাহী পিঠা উৎসব।

০৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার: বিকাল ৩টা থেকে ঐতিহ্যবাহী খেলাধুলা ও সন্ধ্যা ৭টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান।

০৮ অক্টোবর ২০২৫, বুধবার: বিকাল ৩টা থেকে ঐতিহ্যবাহী রাথযাত্রা উৎসব ও শাপলা প্রদীপ পূজা।

০৯ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার: বিকাল ৪টা থেকে ধর্মদেশনা, শ্রবণ ও ফানুস উৎসব।

উৎসবকে ঘিরে ইতোমধ্যেই বিহার চত্বরে তরুণরা রথযাত্রা বিভিন্ন আকার-আকৃতির প্রতীকী কাঠামো এবং ফানুস তৈরিতে ব্যস্ত হয়ে উঠেছেন। উৎসব উদযাপন কমিটির আহবায়ক মেহ্লাঅং মারমা জানিয়েছেন, প্রতিবছরের মতো এবারও হাজার হাজার ভক্ত উপাসক- উপসিকারা এ রথযাত্রা উৎসবে অংশ নেবেন।

উৎসব উদযাপন পরিষদের সদস্য-সচিব অংওয়াই মং মারমা জানান, “এ উৎসব কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের শতবর্ষের ঐতিহ্য বহন করে। উৎসবকে ঘিরে রোয়াংছড়ি এখন এক প্রাণবন্ত পরিবেশে সেজে উঠছে।

 

আরো পড়ুন

 

সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বান্দরবান র‍্যাব- ১৫, সি‌পি‌সি- ৩ এর নবাগত কোম্পানী কমান্ডার মেজর মো: নাজমুল ইসলাম

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট